ঢালিউডের নন্দিত অভিনেতা-নির্মাতা আলমগীরকে এবার দেখা যাবে কলকাতার ছবিতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হচ্ছে ছবিটি। 'আমার লবঙ্গতা' নামের সেই ছবিতে আলমগীরের সহশিল্পী হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও। সম্প্রতি মুক্তি পাওয়া আলমগীর নির্মিত 'একটি সিনেমার গল্প' ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি।
গণমাধ্যমকে আলমগীর জানান, প্রযোজক,পরিচালক বা কারা অভিনয় করছে কিছুই জানতাম না। ঋতু আমাকে ফোন করে জানায়, 'তোমাকে এই ছবিতে অভিনয় করতেই হবে।' ঋতু আমার ঘরের মেয়ের মতো, সে যেহেতু অনুরোধ করেছে ফলে কিছুই আর জিজ্ঞেস না করে ছবি করতে কলকাতায় এলাম।
'আমার লবঙ্গতা' ছবিটি পরিচালনা করছেন বাপ্পা বন্দোপাধ্যায়। ছবিতে আরও অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পার্থসারথি দেব, ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং পূজা দত্ত। 'আমার লবঙ্গতা' ছবির সংগীত পরিচালনা করছেন বাপ্পি লাহিড়ী। গান গেয়েছেন বাপ্পি লাহিড়ী, শান, অলকা ইয়াগনিক, সাধনা সরগম এবং অন্বেষা।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৮/ফারজানা