সুপারস্টার জিৎ'কে ঘায়েল করেছেন কে? না, কোন ভুয়া খবর নয়, একদম সত্য খবর। কারণ অভিনেতা নিজে মুখে বলছেন একথা।
সম্প্রতি মুক্তি পেয়েছে জিৎ-এর আগামী ছবি 'সুলতান দ্য সেভিয়ার'-এর প্রথম গান 'মাশা আল্লাহ'। গানটি গেয়েছেন শিল্পী দেব নেগী এবং আকৃতী কক্কর। মিউজিক দিয়েছেন স্যাভি। কোরিওগ্রাফ করেছেন জয়েশ প্রধান। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে গানটি।
এই প্রথমবার জিৎ-এর সাথে জুটি বাঁধতে চলেছেন বাংলাদেশি হট ডিভা বিদ্যা সিনহা সাহা মিম। প্রথম গানেই এই জুটি বুঝিয়ে দিয়েছে দুই বাংলার সিনেপ্রেমী মানুষদের মন দখল করতে আসছে তারা।
জিৎ-কে অনবদ্য লাগছে সেটা আর বলার অপেক্ষ। রাখে না। অন্যদিকে, তার পাশে বিদ্যার সিজলিং অবতারও মন কেড়েছে অগণিত পুরুষের।
এ বছর ঈদে বড়সড় ধামাকা দিতে চলেছে এই জুটি। এর আগে সোহমের বিপরীতে 'ব্ল্যাক' ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৮/আরাফাত