ফের হাত রাঙাবেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। না, কোনো বিয়ে-শাদি নয়, হাত রাঙাবেন মেহেদির বিজ্ঞাপনে।
প্রায় দুই বছর আগে একটি মেহেদির বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। আবারও সেই কোম্পানির বিজ্ঞাপনে নতুনভাবে দেখা যাবে পরীকে। এর শুটিং হবে কলকাতার একটি স্টুডিওতে। যা পরিচালনা করবেন সৈনক মিত্র। এর আগের বিজ্ঞাপনটিও তিনি পরিচালনা করেন। তাই সোমবার সন্ধ্যায় কলকাতা গেছেন পরী।
জানা গেছে, বুধবার থেকে ক্যামেরাবন্দী হবে বিজ্ঞাপনটি। সবকিছু ঠিক থাকলে সপ্তাহ খানেক পরে দেশে ফিরবেন পরী।
বিডি প্রতিদিন/০১ মে ২০১৮/আরাফাত