আজ ১ মে। বিশ্ব শ্রমিক দিবস। বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিন হিসেবে। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি সহমর্মিতা ও নায্য আচরণের আহ্বান ধ্বনিত হয়েছে মানবদরদী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখায়।
মে দিবস উপলক্ষ্যে ‘শ্রমিকের পাওনাটারে’ শিরোনামে গান লিখেছেন মাহবুবুল এ খালিদ। গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির দুটি ভার্সন করা হয়েছে। একটি সলো, আরেকটি ডুয়েট। সলো ভার্সনটি গেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠের তরুণ শিল্পী রাফসান মান্নান। আর ডুয়েট ভার্সনে কণ্ঠ দিয়েছেন রাফসান ও ক্ষুদে গানরাজখ্যাত নওশীন তাবাসসুম স্মরণ।
মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ গানটি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানের দুটি ভার্সনই ইউটিউবে পাওয়া যাচ্ছে।
মাহবুবুল এ খালিদের লেখা মে দিবসের গানের কথায় পাওয়া যাবে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান। মালিক যেন শ্রমিককে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না করেন। আপন ভাইয়ের মতো শ্রমিকের ভাল-মন্দ দেখেন। তার নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করেন। শ্রমিকের মঙ্গল হলে তার মনে শান্তি থাকবে এবং নিজের মনে করে ভালো করে কাজ করবে। এতে লাভ হবে উভয়েরই। একই সঙ্গে এই গানের মাধ্যমে শ্রমিকের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন সে কাজে কখনো অবহেলা না করে।
উল্লেখ্য, মাহবুবুল এ খালিদের লেখা লেখা কবিতা ও গানে পাওয়া যায় মানবপ্রেমের কথা। মানুষের সমস্যা, কষ্ট, সম্ভাবনা, সমাজসচেতনতা, সব ধর্মের ধর্মীয় ও সামাজিক উৎসব ইত্যাদি অসংখ্য মানবকল্যাণমূলক বিষয়ে সমৃদ্ধ তার গান ও কবিতা।
শ্রোতাদের জন্য ‘শ্রমিকের পাওনাটারে’ গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানটির অডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন পাওয়া যাবে http://www.khalidsangeet.com/musics/details/sromiker-pawnatare-a-may-day-song এই লিংকে।
'শ্রমিকের পাওনাটারে' গানটির ওয়েব লিংক: http://www.khalidsangeet.com/musics/details/sromiker-pawnatare-a-may-day-song
'শ্রমিকের পাওনাটারে' গানটির ইউটিউব লিংক: https://youtu.be/vxWrawz0wFg
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৮/মাহবুব