আসছে ৩১ ডিসেম্বর বিয়ের ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ রিয়েলিটি শো-র প্রতিযোগী দীপক কালালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের কার্ড শেয়ার করে একথা জানান রাখি নিজেই। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু রাখি এবার যা বললেন তাতে তার বিয়েতে অতিথি পাওয়া নিয়ে একটা সংকট দেখা দিতে পারে।
সম্প্রতি এক ভিডিও বার্তায় রাখি জানিয়েছেন, তার বিয়েতে সবাইকে 'নগ্ন' হয়ে হাজির হতে হবে। আমেরিকার লস এঞ্জেলসে অতিথিরা যখন তার বিয়ের আসরে হাজির হবেন, তখন কেউ পোশাক পরতে পারবেন না। আর সেই কারণেই তিনি যখন এই ভিডিও শুট করেন, তখনও নাকি নগ্ন হয়েই শুট করেছেন বলেও দাবি করেন রাখি সাওয়ান্ত।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৮/মাহবুব