হলিউড গায়ক অভিনেতা নিক জোনাসকে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের তাজ উমেদ ভবন প্রাসাদে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নব এই দম্পতিকে কেমন মানিয়েছে তা দেখার জন্য উন্মুখ ছিলেন ভক্তরা। শেষ পর্যন্ত ভক্ত ও সিনেমাপ্রেমীদের ইচ্ছে পূরণ হলো। অবশেষে প্রকাশ পেয়েছে ওই জুটির বিয়ের ছবি।
১লা ডিসেম্বর খ্রিস্টান মতে বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। এদিন প্রিয়াঙ্কা ব়্যালফ লরেনের ডিজাইন করা একটি গাউন পরেছিলেন এবং নিক মানানসই স্যুট পরেছিলেন।
এর পরের দিন (২ ডিসেম্বর) হিন্দু রীতি মেনে ফের বিয়ে করেন তারা। দেশি লুকে নজরকাড়া পোশাকে ধরা দেন তারা। উমেদ প্যালেসে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন প্রিয়াঙ্কা ও নিক। বিয়েতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল রঙের লেহেঙ্গা ও গহনা পরেন প্রিয়াঙ্কা। আর নিক পরেছেন সোনালি রঙের শেরওয়ানি ও চুড়িদার। একইসঙ্গে মাথায় পাগড়ি ও গলায় ছিলো লাল রঙের মালা।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিয়েতে লাল রঙের পোশাকই আমার পছন্দ। কিন্তু সব্য (সব্যসাচী) এর মধ্যে ফ্রেঞ্চ অ্যাম্বডারি, ঘোমটা ও গহনা যুক্ত করে আমাকে সাজিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম