আমেরিকার সঙ্গীততারকা নিক জোনাসকে বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, 'সুখের ১ থেকে ১০ স্কেলে হিসেব করলে আমি ১২তে আছি।' মঙ্গলবার রাতে দিল্লির তাজ প্যালেস হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন নবদম্পতি। এতে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই প্রিয়াঙ্কা একথা বলেন।
গত আগস্টে মুম্বাইয়ে রোকা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রিয়াঙ্কা-নিকের বিয়ে উৎসব। এখনো তা চলছে। যোধপুরের রাজকীয় উমেদ ভবন রাজপ্রাসাদে সাতদিন ধরে অনুষ্ঠান করা হয়। মেহেন্দি, সঙ্গীত, হলুদ শেষ করে সেখানে হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক।
শুধু দিল্লীতে নয়, মুম্বাইয়েও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রেখেছেন প্রিয়াঙ্কা। এত উৎসব করেই ক্লান্তির ছাপ নেই নবদম্পতির মধ্যে। ৩৬ বছরের প্রিয়াঙ্কা বলেন, এসবই বিয়ের জন্য। ক্লান্ত হওয়ার সময় নেই।
সূত্র: বলিউড লাইফ
বিডি প্রতিদিন/ফারজানা