এবার রাজনীতিতে আসছেন বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ভারতের আগামী লোকসভা নির্বাচনে পুনে থেকে ক্ষমতাসীন বিজেপি’র প্রার্থী হতে যাচ্ছেন ‘তেজাব’ নায়িকা। খবর এনডিটিভির।
চলতি বছরের জুন মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মাধুরীর সঙ্গে দেখা করেছিলেন। দলের পক্ষে ‘সমর্থনের জন্য সম্পর্ক’ শীর্ষক প্রচারের অংশ হিসেবে মাধুরীর সঙ্গে দেখা করেন অমিত শাহ। মাধুরীর বাড়িতে বসে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
মহারাষ্ট্রের প্রবীণ এক বিজেপি নেতা জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মাধুরী প্রার্থী হতে পারেন। পুনে কেন্দ্রের দলীয় তালিকায় তার নামও রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম