দুবাইয়ে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড সংগীতশিল্পী মিকা সিং। তার বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সী এক ব্রাজিলিয়ান কিশোরীকে আপত্তিকর ছবি পাঠিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আপত্তিকর ছবি পাঠানোর পর ওই ব্রাজিলিয়ান কিশোরী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তাকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি থানা হাজতে আছেন।
অবশ্য তার বন্ধুরা তাকে ছাড়িয়ে নিতে ইতোমধ্যেই থানায় হাজির হয়েছেন।
কনসার্টে অংশ নিতে দুবাই গিয়েছিলেন মিকা সিং। সূত্র: নিউজ১৮
বিডি প্রতিদিন/কালাম