র্যাপ সঙ্গীতের ওপর ভীষণ ক্ষেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই সঙ্গীতের নিয়ন্ত্রণ নেয়ার জন্য এরই মধ্যে তার সরকারকে নির্দেশ দিয়েছেন।
এর আগে র্যাপ সংগীতশিল্পী হাস্কিকে একটি গাড়ির ওপর দাঁড়িয়ে গাওয়ার অপরাধে ১২ বছরের সাজা দেয় রাশিয়া সরকার। এছাড়াও রাশিয়াজুড়ে বেশ কিছু র্যাপ কনসার্টও বাতিল করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
পুতিন বলেছেন, সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় দেখবে কিভাবে তরুণদের কনসার্টগুলো নিয়ন্ত্রণ করা যায়। যেহেতু র্যাপ সঙ্গীত নিষিদ্ধ করা অসম্ভব, কাজেই সরকারকে এর নিয়ন্ত্রণ নিতে হবে।
পুতিনের মতে, “র্যাপ এবং অন্যান্য আধুনিক শিল্পের স্তম্ভ আসলে তিনটি - সেক্স, ড্রাগস এবং প্রতিবাদ। আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন মাদক নিয়ে। একটা জাতিকে ধ্বংস করার এটাই পথ।”
এছাড়াও র্যাপে ব্যবহৃত শব্দাবলীকে তিনি 'বাজে' হিসেবে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, এর আগেও রাশিয়ায় পপ সঙ্গীতকে বেশ হেয় করে দেখা হত। শুধু র্যাপ নয়, ক্লাসিকাল সঙ্গীত শিল্পীদের ব্যাপারেও রাষ্ট্রের পক্ষ থেকে এমন বিরোধ তৈরি হয়েছিল এর আগে।
বিডি প্রতিদিন/কালাম