দিল্লির পর এবার মুম্বাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বুধবার আয়োজিত সেই অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধুরা অংশ নেন।
এদিন সব্যসাচীর ডিজাইন করা নেভি ব্লু রঙের লেহেঙ্গার সঙ্গে হীরের গয়না পরেছিলেন প্রিয়াঙ্কা। নিক পরেছিলেন ধূসর রঙের স্যুট ও কালো রঙের শার্ট।
১ ও ২ ডিসেম্বর যোধপুরের উমেইদ ভবন রাজপ্রাসাদে হলিউড গায়ক ও অভিনেতা নিক জোনাসকে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা। ডিসেম্বরের শুরুতেই তারা দিল্লিতে একটি সংবর্ধনা অনুষ্ঠান করেন। সেখানে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এরপর হানিমুনের জন্য ওমানে যান প্রিয়াঙ্কা-নিক। সেখান থেকে এসে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশার বিয়েতে যোগ দেন তারা।
সূত্র: দ্য ন্যাশনাল
বিডি প্রতিদিন/ফারজানা