খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু দুঃখের বিষয় খাদ্যদ্রব্যে ব্যাপকহারে ভেজাল দেয়া হচ্ছে। যার ফলে মানুষ তাৎক্ষণিক অসুস্থতাসহ দীর্ঘমেয়াদী বিভিন্ন কঠিন রোগের হুমকিতে রয়েছে।
খাদ্যে ভেজাল বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক একটি গান লিখেছেন কবি, গীতিকার এবং সুরকার মাহবুবুল এ খালিদ। ‘আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই’ শিরোনামের গানটির সুরও দিয়েছেন তিনি। সমবেত কণ্ঠের গানটি গেয়েছেন নন্দিতা, অবন্তি সিঁথি, প্রিয়াঙ্কা, মুহিন, সাব্বির, নাহিদ এবং সাকিব।
চমৎকার কথায় সাজানো গানটি নিয়ে নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। যেটি গত বুধবার মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল ’খালিদ সংগীত’-এ মুক্তি দেয়া হয়েছে। এছাড়া গানটি তার নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশ করা হয়েছে।
‘আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই’ গানটির ইউটিউব লিংক-
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত