“একজন পুলিশের মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু এই দেশে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে”। ভারতের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে একজন উদ্বিগ্ন ভারতীয় হিসেবে এমন সোজাসাপ্টা মন্তব্যে করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আর এর জেরেই চূড়ান্ত অপমানিত হতে হলো বর্ষীয়ান এই অভিনেতাকে।
আজমির লিটেরারি ফেস্টিভ্যালে উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে কার্যত বয়কট করা হলো তাকে।
এখানেই শেষ নয়, উৎসব চত্বরে তার পোস্টার পোড়ানো, তার নাম করে দেশ ছাড়ার শ্লোগান দেওয়াও চললো। আর এ গুলো করেছে বিজেপি যুব মোর্চা।
অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে মুখপাত্র রাসবিহারী গৌর গণমাধ্যমকে জানান, “পুলিশের কাছে বারবার অনুরোধ করেছি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা তৈরি রাখার জন্য। কিন্তু তারপরও বিক্ষুব্ধরা কীভাবে পৌঁছে গেল জানি না। আমরাই বাধ্য হয়ে নাসিরুদ্দিন শাহকে আসতে না করি।”
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে সস্ত্রীক একটি সেশনে বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন নাসির।
তবে এতে তিনি অসন্তুষ্ট নন, বরং খোশ মেজাজেই আছেন। বলেছেন, “প্রথম নয়, এমন কথা আগেও বলেছি। তবে এবার দেশদ্রোহী হিসেবে তকমা পরিয়ে দেওয়া হয়েছে।”
বিডি প্রতিদিন/কালাম