গানে সুরে কবিতায় নিজেকে প্রমাণ করেছেন সঞ্জীব চৌধুরী। তিনি ছিলেন একাধারে কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক। ২৫ ডিসেম্বর জন্মদিন তার। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ‘সঞ্জীব চত্বরে’ সঞ্জীব উৎসব উদ্যাপন পর্ষদ আয়োজন করেছে ‘৭ম সঞ্জীব উৎসব’। এতে সঞ্জীব-অনুরাগী কিছু ব্যান্ড আর সংগীতশিল্পী অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
এবার উৎসবে গান করবেন জয় শাহরিয়ার, বে অফ বেঙ্গল, শহরতলী, প্রিয়, গানকবি, অর্জন, দুর্গ, সিনা হাসান অ্যান্ড বাংলা ফাইভ, সুহৃদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটিসহ অনেকে।
এ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং আজব কারখানা। উৎসব শুরু হবে বিকেল চারটায়, চলবে রাত আটটা পর্যন্ত।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর জন্ম নেন এই শিল্পী। ২০০৭ সালের ১৯ নভেম্বর তিনি বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ