বছর শেষে বড়দিনের সেলিব্রেশনে মেতে উঠেছে গোটা বিশ্ব। বড়দিন উপলক্ষে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন হলি-বলি তারকারা। তাঁরাও তাঁদের ফ্যানের উদ্দেশ্যে ছবি পোস্ট করে ক্রিসমাস উইশ করেছেন।
ছবিতে কেউ সান্তা টুপি পরে, তো কেউ সান্তা ক্লজের পাশে দাঁড়িয়ে, আবার কেউ ক্রিসমাস ট্রি ধরে পোজ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু এদিনে স্বস্তিকা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁর জীবনের আসল সান্তাকে।
তাঁর বাবা সন্তু মুখোপাধ্যায়ই তার আসল সান্তা। বাবার সঙ্গে ছবি পোস্ট করে ট্যুইটারে তিনি লিখেছেন, “তখনও এবং এখনও..মাই ফরেভার সান্তা”। তাঁর এই ছবি দেখে অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন সত্যি তাদের জীবনে বাবারাই হলেন আসল সান্তা।
দুটো ছবির মধ্যে একটা হল পুরনো ছবি। বাবার কোলে বসে ছোট্ট স্বস্তিকা। স্বস্তিকার চোখ মুখ দুষ্টুমিতে ভরা। ক্যানডিড পোজে বাবা-মেয়ে ধরা দিয়েছেন ক্যামেরায়। অন্যদিকে আরও একটি ছবি একেবারে রিসেন্ট। শাড়ি পরে বাবার পাশে বসে স্বস্তিকা। ছবির সঙ্গে মিলিয়ে এমন ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী।
বিডি প্রতিদিন/হিমেল