বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। বিভিন্ন সময় নানা রকম মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। এবারও নতুন করে তাকে নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি রাখি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণা করেছিলেন যে তিনি বিয়ে করতে চলেছেন। পাত্রের পিঁড়িতে বসছেন দীপক কালাল, যিনি নিজেও একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। দীপকের সঙ্গে রাখির বিয়ে ঘিরে উৎসাহ কম ছিল না তাদের ভক্তদের।
কিন্তু বিয়ের তারিখের কয়েকদিন আগেই দীপক জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না। তারপরই রাখি-দীপক পরস্পরকে কাদা ছোড়াছুড়ি করতে থাকেন। সম্প্রতি রাখির নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সেই দীপকের সঙ্গেই তাকে দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, তাহলে কী সেই ভাঙা সম্পর্কই ফের জোড়া লাগল?
এ বিষয়ে রাখি কিংবা দীপক কালাল স্পষ্ট কিছু না বললেও, অনেকেই মনে করছেন পুরোটাই নাটক। আগের থেকেই সাজানো।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত