দীর্ঘদিন পর কোনো রেডিও লাইভে অংশ নিচ্ছেন আলোচিত তারকা জুটি অনন্ত-বর্ষা। জাগো এফএম ৯৪.৪ এ প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’ আগামীকাল সোমবার রাত ১০ টা থেকে ১২টা পর্যন্ত লাইভ সেশনে অংশ নেবেন তারা।
উদয় চৌধুরীর পরিকল্পনা ও তানভীর তারেক এর উপস্থাপনায় সমসাময়িক বিষয় ও তাদের নতুন চলচ্চিত্রসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানটি একই সাথে জাগো এফএম পেজ ও তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হবে।
অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, আমার কোনো রেডিও লাইভে এই প্রথম তারা অংশ নিচ্ছেন। দুই ঘণ্টার দীর্ঘ এই আলাপে অনেক কিছুই উঠে আসে, যা আসলে টিভি লাইভে সম্ভব হয় না। তাই অনুষ্ঠানটিতে বিশেষ কিছু বিষয় উঠে আসবে যা আগে কখনও শোনেননি বা দেখেননি দর্শকেরা।
বিডি প্রতিদিন/কালাম/ফারজানা