শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হয়েছে ‘ধড়ক’ দিয়ে। অন্যদিকে সাইফ আলী খান-অমৃতা সিংহের কন্যা সারার ‘কেদারনাথ’ দিয়ে অভিষেকের পর ‘সিম্বা’তেও কাজ করে প্রশংসা পেয়েছেন। আর অল্পতেই সারার আলী এ উন্নতিতে নাকি কিছুটা হলেও চটেছেন জাহ্নবীর বাবা বনি কাপুর!
শোনা যাচ্ছে, জাহ্নবী কাপুরের তুলনায় সারার পারিশ্রমিক বেশি। পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ারও অফার পেয়েছেন সারা। এ দিকে জাহ্নবীর কাছে তেমন কোনও অফার নেই। আর এতে জাহ্নবীর ‘পাবলিক রিলেশন’ টিমকেই দোষী সাব্যস্ত করেছেন বনি। বনি কাপুরের মনে হয়েছে, সারার মতো ততটা ফোকাসে আসছেন না জাহ্নবী।
তবে ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই শক্ত হাতে হাল ধরে চান বনি। প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও মেয়ের বলিউড ক্যারিয়ার নিয়ে চিন্তিত বনি কাপুর।
এদিকে নিজেদের মধ্যে কোনও লড়াইয়ের কথা স্বীকার করেন না এই দুই স্টার কিড। সারা তো জাহ্নবীকে অভিষেকের জন্য শুভেচ্ছাও জানিয়ে ছিলেন। অন্যদিকে জাহ্নবী জানান, লড়াই তার নিজের সঙ্গেই।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন