'মনিকর্নিকা; দ্য কুইন অব ঝাঁসি' ছবিটির কারণে আলোচনায় আছেন কঙ্গনা রানাউত। এরইমধ্যে ছবির ট্রেলারে প্রশংসিত হয়েছে তার অভিনয়। অনেকেই তার ছবিটির সঙ্গে তুলনা করছেন তার সাবেক প্রেমিক হৃত্বিক রোশন অভিনীত 'মহেঞ্জদারো' ছবিটির সঙ্গে। বিশেষ করে সংলাপের ক্ষেত্রে মিল পাওয়া গেছে ছবি দুটির।
২০১৬ সালে মুক্তি পায় 'মহেঞ্জদারো'। আর আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'মনিকর্নিকা; দ্য কুইন অব ঝাঁসি'। দুই ছবির মিল নিয়ে প্রশ্ন করা হলে মুম্বাই মিররকে কঙ্গনা বলেন, 'মহেঞ্জদারো' কে দেখেছে? আমরা এ নিয়ে আলোচনাই করতে চাই না।
আশুতোষ গোয়ারিকর পরিচালিত 'মহেঞ্জদারো' ছবিটি অনেক আশা জাগিয়েও শেষে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সেটিকেই ইঙ্গিত করে খোঁচাটা দিয়েছেন কঙ্গনা। দেখা যাক এর পাল্টা উত্তর কী আসে!
বিডি প্রতিদিন/ফারজানা