জনপ্রিয় পপতারকা মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে কিশোরদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ করলেন দুই তরুণ। জেমস সেফচাক ও ওয়েড রবসন নামের এই দুই তরুণের অভিযোগ, কিশোর বয়সে মাইকেল জ্যাকসন তাদের অপর যৌন নির্যাতন চালিয়েছেন।
‘লিভিং নেভারল্যান্ড’ নামের ২৪ ঘণ্টার একটি প্রামাণ্যচিত্রে এই অভিযোগ এনেছেন সেই দুই তরুণ। স্যানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। সেখানে হয়েছে, যখন তাদের ওপর যৌন নির্যাতন চালানো হয় তখন তাদের বয়স ছিল যথাক্রমে ১০ ও ৭ বছর। এই দুই কিশোরের সঙ্গে জ্যাকসনের বন্ধুত্ব শুরু হওয়া থেতে শুরু হয়ে যৌন নির্যাতনের বিস্তারিত উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।
এদিকে, জ্যাকসনের প্রতিষ্ঠান জ্যাকসন এস্টেট এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে তাদেরকে এখনো প্রামাণ্যচিত্রটি দেখানো হয়নি। উল্লেখ্য, মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই প্রথম নয়। এর আগে তার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল। তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ ছিল না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর