সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এদের মধ্যে ছিলেন পরিণীতি চোপড়াও। সেই সাক্ষাতের ছবি কয়েকদিন ধরেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুচ্ছের একটি ছবি এবার ভাইরাল হয়েছে। সেই ছবিতে ট্রোলড হলেন নায়িকা।
ছবিতে দেখা যাচ্ছে, পরিণীতির দিকে করমর্দনের জন্য হাত বাড়াচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু পরিণীতি পাল্টা হাত না বাড়িয়ে নমস্কার করছেন। নেটিজেনদের কৌতূহল, কেন পরিণীতি মোদির সঙ্গে করমর্দন করলেন না? সেটা নিয়ে নানা কৌতুকপূর্ণ মন্তব্যে ছেঁয়ে যাচ্ছে স্যোশাল মিডিয়া।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৯/মাহবুব