গেল বছরে ভক্তদের পছন্দের তালিকায় সবাইকে ছাড়িয়ে এক নম্বরে রয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। সম্প্রতি এক জরিপের ফলাফলে তা উঠে এসছে। যদিও তার প্রযোজিত ‘রেস ৩’ সিনেমাটি তেমন ব্যবসা সফল করেনি। তারপরও তিনি যে ভক্তমনে ভক্তির আসনে আছেন, জরিপটি তার প্রমাণ।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে একটি জরিপ করে। জরিপে পাঠকদের কাছে প্রশ্ন ছিল ‘আপনার মতে ২০১৮-র এক নম্বর হিরো কে?’ এতে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সালমান খান। অয়ক্ষ কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের মত জনপ্রিয় তারকারা এই তালিকায় অনেক পিছিয়ে।
উত্তরে ৯ শতাংশেরই রায় গেছে সালমানের দিকে। অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন বা শাহরুখ খান পেয়েছেন ৭ শতাংশ ভোট। তবে জরিপে দেখা যাচ্ছে, রণবীর সিংয়ের জনপ্রিয়তা বেড়েছে। ৫ শতাংশ ভোট পেয়ে তিনি অগ্রজদের কাছাকাছি আছেন। ধারণা করা হচ্ছে, রণবীরের ‘সিম্বা' এই জাদুকরী ফল এনে দিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন