৯১ তম অস্কার অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকার ভিসার জন্য তিনবার আবেদন করেছেন ‘রোমা’ ছবির অভিনেতা জর্জ অ্যান্টনিও গুয়েরেরো মার্টিনিজ। কিন্তু তিনবারই এই মেক্সিকান অভিনেতার ভিসার আবেদন বাতিল করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। তাই তার অস্কার অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে গেছে।
ভিসা বাতিলের পেছনে ট্রাম্পের মেক্সিকো-বিদ্বেষ দায়ী বলে মনে করছেন মার্টিনিজ। জানা গেছে, আগামী মাসের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের অস্কার অনুষ্ঠান। তবে মার্টিনেজ এর ভিসার জন্য এখন নেটফ্লিক্স কর্তৃপক্ষ চেষ্টা করছে।
মেক্সিকান অভিনেতা প্রথমবার প্রযোজকদের আমন্ত্রণপত্রসহ ভিসার আবেদন জমা দিয়েছিলেন মার্টিনিজ। কিন্তু তার আবেদনপত্র নাকি পড়েননি কর্তৃপক্ষ। দ্বিতীয়বার তিনি ‘ওয়ার্ক ভিসা’ হিসেবে আবেদন করেছিলেন। এরপর তাকে জানিয়ে দেয়া হয়েছে যে তিনি সেখানে কাজের জন্য যাচ্ছেন না, অনুষ্ঠানে যাচ্ছেন। তাই তার ভিসার আবেদন ফিরিয়ে দেয়া হয়। তৃতীয়বার ইন্টার্ভিউতে তার সঙ্গে রুঢ় আচরণ করা হয়েছে।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন মার্টিনিজ। কিন্তু ভিসা না পাওয়ায় সেখানে উপস্থিত থাকতে পারেননি তিনি। গোল্ডেন গ্লোবে দুটি পুরস্কার জিতেছে ‘রোমা।’
অস্কারে দশটি মনোনয়ন পেয়েছে ‘রোমা’ সিনেমাটি। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়ালিতজা আপারিসিও। তিনি প্রথম আদিবাসী নারী হিসেবে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন