বলিউড ছবি 'মনিকর্নিকা'র পরিচালনা নিয়ে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ছবিটির পরিচালনার তালিকায় শুরুতেই দেখানো হচ্ছে ছবির মূল অভিনেত্রী কঙ্গনা রানাউতের নাম। তার পরে আছে কৃষের নাম। কৃষই ছবিটির মূল পরিচালক। মাঝপথে তিনি ছবিটি ছেড়ে যাওয়ার পর কঙ্গনা বাকি অংশ পরিচালনার দায়িত্ব নেন।
কৃষের দাবি, ছবিটির প্রথমার্ধে কঙ্গনা ২০-২৫ ভাগ ও শেষে অর্ধেকে ১০-১৫ ভাগ দৃশ্য পরিচালনা করেছেন। কৃষ বলেন, আমি জানি না ছবি পরিচালনার কৃতিত্ব ছিনিয়ে নিয়ে সে কীভাবে স্বস্তিতে ঘুমাতে পারে যার যোগ্যই সে না।
এর আগে কঙ্গনা দাবি করেছিলেন, ছবির মাত্র ৩০ ভাগের শুটিং করেছেন কৃষ। বাকি ৭০ ভাগ তিনি নিজে করেছেন।
কৃষ আরও বলেন, আমি একটি গানের ও ছবিতে কঙ্গনার প্রবেশের দৃশ্য শুট করিনি। ছবিটির দ্বিতীয়ভাগে সে কিছু দৃশ্য পুনরায় শুট করেছে যেগুলো আমি অন্যভাবে করেছি। ছবিটিতে অতুল কুলকার্নি ও প্রযাক্তা মালির দৃশ্য ছেটে ফেলা হয়েছে বলেও জানান তিনি।
কঙ্গনা চেয়েছিলেন ছবির মধ্যভাবে সনু সুদের চরিত্রটিকে মেরে ফেলতে। মূলত এ কারণেই কঙ্গনার সঙ্গে তার বিরোধ শুরু হয় বলে জানান কৃষ। কঙ্গনার এমন অবস্থানের কারণে ছবিটি সনু সুদ নিজে থেকেই ছেড়ে দেন।
কৃষ বলেন, ছবিতে আমি কিছু পরিবর্তন আনতে রাজিও হয়েছিলাম। আর মাত্র ছয় দিনের শ্যুটিং বাকি ছিল। তারপর সে হঠাৎ করেই বলল সনুর চরিত্রকে বিরতির সময় মেরে ফেলতে হবে। সে আমাকে বলল ছবিটি ভোজপুরি ছবির মতো হয়েছে। শুনে আমি হেসেছি। মানুষ আমার আগের কাজ দেখেছে। মতপার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু কঙ্গনা নিজের অবস্থানে অনঢ় ছিল। কেন ছিল সেটা আমি বুঝিনি।
সূত্র: টাইমস নাউ
বিডি প্রতিদিন/ফারজানা