সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ে মধ্যকার সম্পর্কের কথা কারও অজানা নয়। এক সময় তাদের রসায়ন নিয়ে সরগরম ছিল বলিউড। বহু বছর হলো সেই সম্পর্ক তিক্ত হয়েছে। শেষ দিকে সালমানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও করেছিলেন ঐশ্বরিয়া। ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরার পর আর রূপালি পর্দায় দেখা যায়নি তাদের। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম দিল দে চুকে সনম’ তাদের জুটির শেষ ছবি। ২০০১ সালে ব্রেকআপের পর অফস্ক্রিনেও একে অপরকে এড়িয়ে চলেন। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ের একটি পার্টিতে হাজির হয়েছিলেন সালমান-ঐশ্বরিয়া। তবে মুখোমুখি হননি।
ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি মুম্বাইয়ে নিজের জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন পরিচালক সুভাষ ঘাই। সেই পার্টিতে আসেন সালমান এবং ঐশ্বরিয়া। তবে সূত্রের খবর, দু’জন আলাদা গেট দিয়ে ঢুকেছিলেন। সুভাষের সঙ্গে দেখা করার পর আবার আলাদা গেট দিয়ে বেরিয়েও যান তাঁরা। ফলে এবারও মুখোমুখি হননি সালমান-ঐশ্বরিয়া। ফলে একে অপরকে প্রকাশ্যে এড়িয়ে চলার রেওয়াজ এখনও চলছে বলেই মনে করছেন বলিউড মহলের একটা অংশ।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৯/মাহবুব