প্রতিবারের মতো এবারও বার্ষিক বনভোজনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামীকাল বুধবার গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে বসছে তারকাদের এই মিললমেলা। বনভোজনে নানা পদের খাবার নিয়ে সাজানো ভোজন পর্বে থাকছে গরুর মাংসও। আর সেই মাংসের যোগান দিলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
মঙ্গলবার বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে লাল ও কালো রঙের দুটি গরু দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, দুটি গরুই বনভোজন উপলক্ষে সমিতিকে উপহার দিয়েছেন ডিপজল।
প্রতিবারের মতো এবারও বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে অংশ নেবেন চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, পিকনিকে নবীন-প্রবীন চলচ্চিত্র শিল্পীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হবে পিকনিক স্পট। সেখানে হাজির থাকবেন নায়ক-নায়িকারা
ডিপজলকে অভিভাবক সম্বোধন করে তিনি আরও বলেন, ডিপজল ভাইকে বিপদে আপদে সবসময়ই পাশে পাই। এবারের পিকনিকে তিনি দুটি গরু উপহার দিয়েছেন আমাদের। তাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই!
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব