প্রকাশ্যে রাস্তায় হেনস্থার শিকার হলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বোন শমিতা শেঠি। এমনকি তার গাড়ি চালককে প্রকাশ্যে চড়ও মারা হয়েছে বলে অভিযোগ।
জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ের থানের রাস্তায় আচমকাই 'জেহর' অভিনেত্রীর গাড়িতে গিয়ে ধাক্কা মারে একটি মোটরবাইক। এরপর বাইকের দুই আরোহী শমিতার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। প্রকাশ্যে রাস্তার মাঝেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, শমিতার গাড়ির চালক দর্শন সাওয়ান্তকে চড় মারা হয় বলে অভিযোগ দায়ের করেন বলিউড অভিনেত্রী। মোটরবাইক চালক এবং তার সওয়ারি একযোগে গাড়ির চালকের উপর চড়াও হন বলেও অভিযোগ।
ঘটনার পর পরই মুম্বাইয়ের রাবডি থানায় অভিযোগ দায়ের করেন শমিতা। পুলিশ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কালাম