গত বছরে হলিউডের পর বলিউডেও শুরু হয় 'মি টু' ঝড়। তারই ধারাবাহিকতায় যৌন হেনস্তার অভিযোগ ওঠে বলিউডের প্রথম সারির পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে। তবে রাজকুমার হিরানি এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানান।
এবার হিরানির বিরুদ্ধে সেই যৌন হেনস্তার বিষয়ে সম্প্রতি মুখ খুললেন সোনম কাপুর। তিনি বলেন, ‘আমি এখনই কোনো রায় দিতে চাই না। পরিচালক হিরানিকে আমি একজন গুণী চলচ্চিত্র নির্মাতা এবং মানুষ হিসেবে সম্মান করি।’
উল্লেখ্য, চলতি মাসে হিরানির এক নারী সহকর্মী অভিযোগ এনে জানান, ‘সঞ্জু’ ছবির সেটে তিনি হিরানির দ্বারা একাধিকবার হেনস্তার শিকার হয়েছেন। এমন খবর সামনে আসতেই বিস্ময় প্রকাশ করেন অনেক বলি সেলিব্রেটিরা। হিরানির বিপক্ষে এমন অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর