৪০ পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। প্রেম করছেন এক অখ্যাত মডেলের সাথে। দুই দত্তক মেয়েকে নিয়ে তার ছিমছাম সংসার। প্রেম-সংসার-পেশাগত জীবন সবকিছু নিয়ে ভালোই আছেন অভিনেত্রী।
সম্প্রতি বিয়ে নিয়ে ইনস্টাগ্রামে ৪৩ বছর সুস্মিতা লিখেছেন, যিনি বিয়ে নামক প্রতিষ্ঠানটি আবিষ্কার করেছেন, তিনি খুবই বোকা। এটা যেন কারও ভালবাসার স্বীকৃতি হিসেবে সরকারের স্ট্যাম্প লাগবেই। না হলে সে ছেড়ে চলে যাবে।
এই পোস্টে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। তার এই পোস্ট অনেকের ভাবাবেগে আঘাত দিয়েছেও বলা হয়। সুস্মিতা অবিবাহিতা বলেই এমন পোস্ট করেছেন, উঠেছে এমন মন্তব্যও। তবে ট্রোলদের পাল্টা দিতে আরও একটি মিম পোস্ট করেন সুস্মিতা। তিনি পুরো বিষয়টাই মজার ছলে রাখতে চেয়েছিলেন। যারা এটাকে নেতিবাচক ভাবে ব্যাখ্যা করেছেন, সেটা তাঁদের সমস্যা!
বিডি প্রতিদিন/ফারজানা