পাল্টে গেছে দেশের জনপ্রিয় রেডিও স্টেশন ক্যাপিটাল এফএম ৯৪.৮। আজ ১ ফেব্রুয়ারি থেকে শ্রোতাদের চাওয়া পূরণ করতে নতুন সব আয়োজন শুরু করয়ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এই প্রতিষ্ঠানটি।
দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন ক্যাপিটাল এফএম ৯৪.৮ এবার নিয়ে আসছে গুড মর্নিং ক্যাপিটাল, জানেন ভাবী, রাশ-আওয়ার, ক্যাপিটাল স্পোর্টস, ব্যাকস্ট্রিট ভয়েস, রাতের অতিথি অনুষ্ঠানগুলো।
শ্রোতাদের অনুরোধে দেশসেরা রেডিও শো নাট-বল্টু এখন থেকে টানা দুই ঘণ্টায় নতুন ঢংয়ে। নতুন এই পথচলায় শ্রোতাদের জন্য থাকছে নানা চমক।
SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ আপনার মনের কথা পাঠাতে হবে 26969 নাম্বারে আর লাইভ ফোন কলের জন্য নাম্বার – 09612127777।
ফেসবুক লাইভের জন্য চোখ রাখুন ক্যাপিটাল এফ এম 94.8 এর অফিসিয়াল পেজ www.facebook.com/capitalfm94.8 এ। দেশের অনান্য অঞ্চল ও প্রবাসে থেকেও শুনতে চাইলে লগ ইন করুন www.radiocapital.fm।
বিডি প্রতিদিন/ফারজানা/শান্ত