'দহন' ছবির পর এবার 'মানব' শিরোনামের একটি ছবিতে দেখা যাবে শিমুল খানকে। ছবিটি প্রযোজনা করেছে তার প্রতিষ্ঠান শিমুল খান মোশন পিকচার্স। 'মানব' ছবির চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনায় আছেন জুয়েল রানা। ছবিটি মুক্তি পাবে আগামী ঈদ-উল-ফিতর।
প্রেম করে বিয়ে করা এক দম্পতির মাঝে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জন্ম দেয় এক ভয়ংকর ক্রমিক হত্যাকাণ্ডের। যার পরিণতিতে একদম শেষ পর্যন্ত পুরো ছবির গল্প বহন করে চলে অকল্পনীয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এমন কাহিনী নিয়েই নির্মাণ করা হচ্ছে 'মানব' ছবি।
মানব সিনেমার ফার্স্ট লুক টিজার অবমুক্ত করা হবে আগামী ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ৭ টায় লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেল থেকে। ছবিতে আরও অভিনয় করেছেন নবাগত ওমর মালিক ও ক্যামেলিয়া রাঙা
বিডি প্রতিদিন/ফারজানা