বলিউডে পুনম পান্ডে মানেই বিতর্ক ও অবাধ যৌনতা। এবারও এর ব্যতিক্রম হল না। আবারো একই কারণে বিতর্কের জন্ম দিয়ে খবরের শিরোনামে তিনি। তার নিজের ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব সোশাল মিডিয়াই ভর্তি নানান যৌন ভিডিওতে। নানা সময়ে নানা কারণে বা অকারণে নিজেকে তাঁর ফ্যান ফলোয়ারদের কাছে উন্মুক্ত করেছেন। সম্প্রতি পুনম পান্ডে একটি টুইট করেছেন। লিখেছেন, ''ক্যাম প্লে উইথ মি। ওয়ানলি ওয়ান পুনম পান্ডে অ্যাপ।'' এরপরই ভক্তদের রোষানলে পড়েছেন তিনি। নেটিজেনদের দাবি, যৌন উত্তেজক বিষয় ছাড়া ভালো কোনো কিছু তার কাছ থেকে প্রত্যশা করা এক প্রকার বোকামি। সস্তা প্রচার ও ফলোয়ার বাড়াতে এটা তার দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব