নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে যাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সম্প্রতি ফক্স স্টার স্টুডিওর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
পাওয়ান ক্রিপালানি পরিচালিত ভৌতিক গল্পের সিনেমাটির নাম ‘তান্ত্রিক’। এই সিনেমায় সাইফ আলী খানের বিপরীতে অভিনয়ের জন্য অভিনেত্রী ফাতিমা সানা শেখও চুক্তিবদ্ধ হয়েছেন। আর এতে করে প্রথমবার বড় পর্দায় সাইফ-ফাতিমার রসায়ন দেখতে পাবেন দর্শকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার