বলিউডে জোর গুঞ্জন, আর অল্প কিছুদিনের মধ্যেই বাগদান পর্ব সারবেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সম্পর্ক নিয়ে সরাসরি কিছু না বললেও এবার রণবীরের বাবা মা নীতু কাপুরকে নিয়ে মুখ খুললেন আলিয়া।
আলিয়া জানান, নীতু কাপুরের সঙ্গে তার সম্পর্ক বন্ধুর মতো। আলিয়ার কথায়, ‘‘তিনি খুবই ভাল মানুষ। আমি তাকে বন্ধু মনে করি। উনি সব পরিস্থিতিতেই খুব ঠান্ডা থাকেন। জীবন নিয়েও তিনি খুব ইতিবাচক। রণবীরও ওর মায়ের থেকে এই স্বভাব পেয়েছে।’’
ঋষি কাপুর সম্পর্কে আলিয়া বলেন, ‘‘তিনি সবার থেকে আলাদা। ওনার সঙ্গে সময় কাটালে খুব আনন্দ পাওয়া যায়, কারণ উনি ব্যতিক্রমী।’’
তবে শুধু ঋষি ও নীতু কাপুরই নয়। রণবীর কাপুরের প্রশংসায়ও পঞ্চমুখ আলিয়া। এমনকী রণবীরের মতো অভিনেতা তিনি আগে দেখেননি বলেও দাবি করেছেন। আলিয়ার কথায়, ‘‘রণবীরের চোখের মধ্যেই সততা রয়েছে। আমি ছবির শ্যুটিংয়ে কখনও সংলাপ ভুলে যাই না। কিন্তু রণবীরকে সামনে অভিনয় করতে দেখলে আমি সংলাপ ভুলে যাই।’’
অর্থাৎ আলিয়া যে কাপুর পরিবারের সঙ্গে নিজেকে বেশ খাপ খাইয়ে নিয়েছেন তা তার মন্তব্য থেকেই বোঝা যায়। তাই এখন শুধুই সানাই বাজার অপেক্ষা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর