বলিউড সিনেমা মানেই পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলামের গান। কিন্তু তার গায়কী নিয়ে সমালোচনাও আছে। এ নিয়ে কথা বলেছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী সাবেক পাকিস্তানি ও বর্তমানে ভারতের নাগরিক আদনান সামি।
তিনি বলেছেন, আমার বাবা বলতেন, ‘কাউকে পছন্দ হলে পছন্দের একশোটা কারণ খুঁজে পাবে। একই ব্যক্তি অপছন্দের হলে, তারও একশোটা কারণ পাওয়া যাবে।’ যারা রফিসাবের গান পছন্দ করেন, তারা কিশোরসাবের গান ভালবাসেন না। আতিফের গান কারও ভাল না-ই লাগতে পারে। কিন্তু কোনও কারণ ছাড়া কেউ এত জনপ্রিয় হয় না! এই বিষয়গুলোকে এত গুরুত্ব দেওয়া উচিত নয়।
এখন খুব একটা শোনা যায় না আদনান সামির গান। এ নিয়ে তিনি বলেন, আগেও কিন্তু বেশি গাইতাম না। আমি বরাবরই বেছে বেছে কাজ করি। আমার একক গানগুলোর মধ্যেও কম করে দু’-তিন বছরের ব্যবধান থাকত। আর শেষ কয়েক বছরে ব্যক্তিজীবন নিয়ে খুব ব্যস্ত ছিলাম। নাগরিকত্ব বদলানোর প্রক্রিয়াও সময়সাপেক্ষ। বলিউডেও অনেক পরিবর্তন এসেছে। সিনেমায় গানের সংখ্যা কমেছে। গান থাকলেও সব সময়ে লিপ সিঙ্ক থাকে না। ‘দ্য ভয়েস’ দিয়ে নতুন ভাবে শুরু করছি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/ফারজানা