বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘পরাণ প্রিয়’ নামের একটি প্রেমের গান নিয়ে এসেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। ভালোবাসার অসাধারণ এ গানটি গেয়েছে উপজাতীয় নারী ব্যান্ড এফ-মাইনর।
উপজাতীয় মানুষদের ভালোবাসার বহিঃপ্রকাশে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া কীভাবে প্রভাবিত করছে সে বিষয়টি মূলত গানের মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়ার সুরে গানটি লিখেছেন এফ-মাইনর ব্যান্ডের সদস্যরা। গানটিতে বাংলা ও গারো দুটি ভাষাই ব্যবহার করা হয়েছে।
পরাণ প্রিয় গানটির মিউজিক ভিডিও রবির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এখন দেখা যাচ্ছে। এটি এফ-মাইনর ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও। বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির শ্যুটিং করা হয়েছে। উপজাতীয় গোষ্ঠীর জীবনধারা এবং ইন্টারনেট ব্যবহারের চিত্র গানের ভিডিওতে তুলে ধরা হয়েছে।
২০১৬ সালের অক্টোবর মাস থেকে এফ-মাইনর ব্যান্ডের পথচলা শুরু। বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন উপজাতীয় গোষ্ঠীর সঙ্গীত ও সাংস্কৃতিক জীবনধারা গানের মাধ্যমে তুলে ধরাই ব্যান্ডটির কাজের অন্যতম উদ্দেশ্য। উপজাতীয় ধারার ফোক গানও ব্যান্ডটির সঙ্গীত চর্চায় অন্যতম প্রভাবক হিসেবে কাজ করছে। এ ছাড়া সঙ্গীতের অন্যান্য ধারা নিয়েও ব্যান্ডটির আগ্রহ রয়েছে।
এফ-মাইনর ব্যান্ডের পাঁচ নারী সদস্য হলেন-পিংকি চিরান (ভোকাল), নাদিয়া রিছিল (গিটার, উইকেলেলে ও ভোকাল), গ্লোরিয়া মান্দা (লিড গিটার), লুসি চিছাম দিবা (কাজন), একিউ মারমা (কিবোর্ড)।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর