বলিউডের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমীর মা বর্ষীয়ান অভিনেত্রী শওকত কাইফি আর নেই।
শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।
মেয়ে শাবানা আজমী ও জামাতা জাভেদ আখতার তার মৃত্যুর কথা জানিয়েছেন।
শওকত কাইফি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। অসুস্থ হয়ে তিনি কিছুদিন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে বাড়ি এসেছিলেন। বিখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমির স্ত্রী তিনি।
বিডি প্রতিদিন/কালাম