থালাইভি'র প্রথম লুক প্রকাশিত হওয়ার পরই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। যেখানে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাউত।
জয়ললিতার এই বায়োপিকে কঙ্গনার লুক প্রকাশ্যে আসার পরই তীব্র সমালোচনা শুরু হয়ে যায়। জয়ললিতার রূপে একেবারে অচেনা মনে হয় কঙ্গনাকে। তবে থালাইভি'তে কঙ্গনার লুক প্রকাশ্যে আসার পর কঙ্গনাকে নিয়ে যেমন জোর জল্পনা শুরু হয়, তেমনি তাকে আক্রমণ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ।
অনেকে মন্তব্য করেছেন, মুখে ১ কিলো মোকআপ মেখে কঙ্গনাকে অন্যরকম মনে হচ্ছে। আবার অনেকে বলতে শুরু করেন, জয়ললিতার বায়োপিকে যেভাবে সেজেছেন কঙ্গনা, তাতে অপমান করা হয়েছে আম্মাকে।
তামিলনাড়ুর প্রয়াত মু্খ্যমন্ত্রী জয়ললিতা সাজতে গিয়ে, ভয়ানক মেকআপ করেছেন কঙ্গনা এবং তাতে যেন বলিউড অভিনেত্রীকে অসহনীয় মনে হচ্ছে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে।
বিষ্ণ ইন্দুরির প্রযোজনায় থালাইভির পরিচালনা করছেন বিজয়। ২০২০ সালের ২৬ জুন মুক্তি পাবে কঙ্গনা রানাউতের এই সিনেমা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ