সুপারস্টার সালমান খান, যার হাত ধরে অনেক নায়িকাই আজ বলিউডে প্রতিষ্ঠিত। এমনকী সিনেমা থেকে হারিয়ে যেতে বসা অনেকেই তার বদৌলতে ঘুরে দাঁড়িয়েছে। সালমানের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকেন না এমন তারকা খুঁজে পাওয়া যাবে না। তবে দক্ষিণের নায়িকা ইলিয়ানা ডিক্রুজ ভিন্ন পথে হাঁটলেন। তিনি একটি নয়, দুই দু’টি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সালমানের।
ভারতীয় গণমাধ্যম বলছে, ইলিয়ানা সম্প্রতি সালমানের প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, সালমানের দুটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এর মধ্যে একটি ‘কিক’, অন্যটি ‘ওয়ান্টেড’ ছবির। বিশেষ কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইলিয়ানা। এই নায়িকা জানিয়েছেন, ‘কিক’ ছবির সময় তার পরীক্ষা চলছিল। তাই তিনি প্রস্তাবটি গ্রহণ করতে পারেওনি। ‘ওয়ান্টেড’ ছবির সময় তার হাতে অন্য সিনেমার কাজ থাকায় তিনি প্রস্তাব ফিরিয়েছেন।
এদিকে, সালমানের ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে ইলিয়ানার সহজ স্বীকারোক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। অনেকেই তাকে ‘বোকা’ বলেছেন। এর আগে, বলিউডের 'কাস্টিং কাউচ' নিয়ে বিস্ফোরক মন্তব্য কলেছিলেন ইলিয়ানা।
তিনি এক সাক্ষাতকারে বলেন, তারকারা নিজেদের কালো দিকটা কখনো প্রকাশ করতে চান না। আর তারা সকলেই জানেন, কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললে ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলিউডে। এই গ্ল্যামার জগত হারাতে হবে। সেই ক্ষতিটা কোন তারকাই স্বীকার করতে রাজি নন। কারণ প্রথম সারির তারকারা সবাই প্রতিষ্ঠিত।
বিডি-প্রতিদিন/শফিক