অভিনেতা অর্জুন কাপুর ২০১২ সালে বলিউড অভিষেকের প্রায় দুই মাস আগে তার মাকে হারান। এই অভিনেতা ১২ বছর বয়সে মায়ের জন্য একটি কবিতা লিখেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেটি তিনি শেয়ার করেছেন।
চিঠির চিত্রটি শেয়ার করে তিনি লিখেছেন, আমার যখন ১২ বছর বয়স তখন আমি মায়ের জন্য এটি লিখেছিলাম। শিশু হিসাবে এটি আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হতে পারে, যেখানে আমি অনুভব করেছি এবং তিনি আমাকে যে ভালবাসা দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই।
অর্জুন কাপুর জানিয়েছেন, যে তিনি ছেলে হিসাবে পোস্টটি লিখছেন আর কিছুই নয়। কাপুর লিখেছেন যে তিনি প্রতিদিন সকালে নিজের মায়ের ভালবাসা পাবেন না জেনে দুঃখ অনুভব করেন। তিনি আবার মায়ের মুখ থেকে ‘বেটা’ ডাকটি শুনতে চান।
বিডি-প্রতিদিন/শফিক