ইরা খান, বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের মেয়ে। কিছু দিন আগে ফটোশুট করে উত্তাপ ছড়িয়েছিলেন নেট দুনিয়ায়। সেখানে অদ্ভুত কিছু পোশাকে নিজেকে মেলে ধেরে রীতিমতো আলোচনায় আসেন তিনি। তবে ইরা বলিউডের অন্য স্টারকিডদের মতো অভিনয়ে নয়, পরিচালনায় নিজেকে মেলে ধরতে চান।
পরিচালনার খাতায় নাম ওঠাতে যাওয়া ইরা গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এরই মধ্যে পরিচালক হিসেবে অভিষেকের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তার প্রথম থিয়েটার প্রযোজনা ‘ইউরিপিদিস মিদিয়া’ নামে নাটকটি ডিসেম্বরে মঞ্চে দেখা যাবে।
তাকে প্রশ্ন করা হয়, বাবা আমির খান জাঁদরেল অভিনেতার পাশাপাশি গুণী নির্মাতা হলেও এখনো আমিরের সঙ্গে কেন কাজ করতে দেখা যাচ্ছে না ইরাকে? এর উত্তরে তিনি বলেন, এখনই বাবা আমিরের সঙ্গে কাজ করবেন না। বিনোদন জগতে আরো অভিঙ্জ্ঞতা অর্জন করে এরপর বাবার সঙ্গে কাজ করতে চান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক