অভিনেতা ও সমাজকর্মী ইলিয়াস কাঞ্চনকে অপমান ও হামলার হুমকি দেয়ায় মানববন্ধনের ডাক দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
আজ সোমবার ২৫ নভেম্বর দুপুর ১২টায় এফডিসির গেটের সামনে এ মানববন্ধন করা হবে। সংগঠনের মধ্যে রয়েছে অন্তর্ভূক্ত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রগ্রাহক, ফাইট ডিরেক্টর, সহকারী পরিচালকদের সমিতিগুলো।
সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সাড়ক চাই’ সংগঠনের মধ্যমে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। বিভিন্ন সময় এ জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের একাংশের রোষের মুখে পড়তে হয়েছে তাকে।
বিডি প্রতিদিন/ফারজানা