মাসখানেক আগেই সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ানকে নিয়ে অন্তরঙ্গ বার্তা প্রকাশ করেছিলেন। সর্বত্রই তাদের একসঙ্গে দেখা যেত। সে সময়ে তারা দু’জনেই ইমতিয়াজ আলির ছবির শুটিং করছিলেন। বলিউডে জোর গুঞ্জন ছিল, সারা-কার্তিক প্রেম করছেন। এদিকে, অনন্যা পাণ্ডের সঙ্গে কার্তিকের আগামী ছবি মুক্তি পেতে চলেছে। ফলে অনন্যা-কার্তিক এখন নিজেদের অন্তরঙ্গতার প্রমাণ দিচ্ছেন।
এখন প্রশ্ন, প্রেম নাকি প্রচার, কোনটার পাল্লা ভারী? ইমতিয়াজের ছবির শুটিং শেষ হওয়ার কিছু দিন পর পর্যন্তও কার্তিক-সারাকে নানা জায়গায় দেখা যাচ্ছিল। হঠাৎ করেই এন্ট্রি নিলেন অনন্যা। রটে গেল সারা-কার্তিকের ব্রেকআপ হয়েছে। মুম্বাইয়ের সর্বত্র এখন অনন্যা-কার্তিক একসঙ্গে। এ দিকে সারা একা বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করছেন।
সব মিলিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে কার্তিকের বাজে ইমেজ তৈরি হয়েছে। এদিকে, জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দোস্তানা টু’ করছেন। ফলে শ্রীদেবী তনয়ার সঙ্গেও তাকে হ্যাংআউট করতে দেখা যাচ্ছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও কিছুই চিরস্থায়ী নয়। স্বার্থের খাতিরে সম্পর্ক বদলে যায়। প্রচারের স্বার্থে প্রেম দর্শাতে হয়। অনন্যা-কার্তিকের এই প্রেমও কি ‘পতি পত্নী ঔর ও’ মুক্তি পেলেই ভেঙে যাবে? সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক