মুক্তির প্রথম সপ্তাহে সারা বিশ্বে 'ফ্রোজেন টু' আয় করেছে ৩৫০ মিলিয়ন ডলার। শুধু যুক্তরাষ্ট্রেই আয় করেছে ১২৭ মিলিয়ন ডলার। যা মূল ছবি 'ফ্রোজেন'র প্রথম সপ্তাহের আয়কে ছাড়িয়ে গেছে।
অথচ ডিজনি ধারণা করেছিল, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস মিলিয়ে ১২০ মিলিয়ন ডলার আয় করেছিল। ২০১৩ সালের মুক্তি পাওয়া 'ফ্রোজেন' বক্স অফিসে আয়ের দিক দিয়ে রেকর্ড গড়েছিল। অ্যানিমেশন বিভাগে ২০১৪ সালে অস্কারজয়ী এ ছবিটির মোট আয় ছিল ১.২৭ বিলিয়ন ডলার। ছবিটির গান 'লেট ইট গো' সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিল।
রাজকুমারী এলসা ও এনা নামের দুই বোনকে ঘিরে এগিয়েছে ছবির গল্প। এছাড়াও এতে বেশ কয়েকটি মজার চরিত্র রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা