বাগদান সেরেছেন 'লা লা ল্যান্ড', 'দ্য ফেভারিট', 'জোম্বিল্যান্ড' খ্যাত অভিনেত্রী এমা স্টোন। বুধবার এক ইনস্টাগ্রাম পোস্টে এমন তথ্য নিজেই জানিয়েছেন ভক্তদের।
বাগদত্তা ও প্রেমিক ডেভ ম্যাককারির সঙ্গে নিজের হাস্যেজ্জ্বল একটি ছবি পোস্ট করেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। এতে এমার অনামিকায় মুক্তা বসানো বেশ দামী একটি হীরের আঙটি দেখা গেছে। এমার প্রতিনিধিও তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন প্রেম করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা জানান দেননি ৩১ বছরের এমা। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা