বিয়ে হয়ে গেল ভারতের আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। শুক্রবার সন্ধ্যা ৭টায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, কলকাতার লর্ডস মোড়ে সৃজিতের ফ্ল্যাটে এই বিয়ের সময় উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠরা। দুই পরিবারের কাছের লোকজনের উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।
বিয়েতে মিথিলা পরেছিলেন লাল টকটকে জামদানি আর সৃজিতের গায়ে ছিল কালো রঙের পাঞ্জাবির সঙ্গে লাল রঙের জহর কোট।
রেজিস্ট্রি করার কথা প্রসঙ্গে সৃজিত গণমাধ্যমকে বলেন, এটা পূর্বপরিকল্পিত ছিল। তবে আমি নিজের জীবনটা খুব প্রাইভেট কাটাতে পছন্দ করি। তাই সবাইকে ঘটা করে জানানো হয়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক