গতবছর পর্যন্ত সবকিছু ঠিক ছিল নেহা কক্করের জীবনে। হিমাংশ কোহলির সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনাও করেছিলেন তিনি। সংবাদমাধ্যমে নেহা-হিমাংশের প্রেমটাই ছিল মূল আলোচ্যের বিষয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দুঃসংবাদ দিলেন নেহা কক্কর। হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর একেবারে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি জীবন শেষ করারও সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা।
ইন্ডিয়ান আইডল-এর শো’তে নিজেকে নিয়ে অনেক অজানা কথা প্রকাশ করলেন তিনি। নেহা বলেন, ‘যখন কেউ আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে যাবেন অন্তত সেই সময় আপনার প্রিয় মানুষদের কথা মনে করবেন। দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।’ পাশাপাশি তিনি এও জানান, হিমাংশের সঙ্গে তার ব্রেকআপ নিয়ে নানা কথাই সংবাদমাধ্যমে উঠেছিল। নেটিজেনরাও তাকে আক্রমণ করতে ছাড়েননি।
নেহা আরও জানান, ‘অনেকেই অনেক কিছু বলবেন। কিন্তু আমার তাতে কিছু যায় না আসবে না। কারণ, আমি এতে অভ্যস্থ হয়ে উঠেছি। অনেক কিছু আমি সহ্য করেছি তাই শেষমেষ মুখ খুলতে বাধ্য হলাম।’
বিডি-প্রতিদিন/শফিক