নিজের স্বপ্নের নায়িকা দীপিকা পাড়ুকোনের বিয়ের পর একবছর কাটিয়ে ফেলেছেন। এবার নিজের সন্তান চাইছেন রণবীর সিং! সম্প্রতি একটি টকশোতে এসে দীপিকার সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন রণবীর সিং। টক শো’র প্রমোর ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে রণবীরকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। সেখানেই রণবীর বলেন, তিনি এবার নিজের সন্তানের পৃথিবীতে আসার অপেক্ষায় রয়েছেন। ভবিষ্যতে সন্তানদের সঙ্গে অনেক সময় কাটাতে চান। এখানেই অবশ্য শেষ নয়। ভবিষ্যতে ছবি পরিচালনায় আসতে চান বলেও জানান বলিউডের 'খলজি'। পাশাপাশি ডিজে হয়ে সমুদ্র সৈকতে বেশ অনেকটা সময় কাটাতে চান বলেই মন্তব্য করেন রণবীর সিং।
প্রসঙ্গত, এর আগে বহুবার দীপিকার ছবি দেখে তার সন্তানসম্ভবা হওয়ার জল্পনা তৈরি হয়েছে। যদিও রণবীরের এই ইচ্ছার কথা শুনে দীপিকা অবশ্য এখনও কোনও মন্তব্য করেননি। তিনি এই মুহূর্তে 'ছপক' ও '৮৩' নিয়ে ব্যস্ত রয়েছেন। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক