সম্প্রতি জন্মদিন পালন করলেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। বেশ কিছুদিন ধরে বয়সের কারণে অসুস্থ তিনি। তার জন্য মাঝে মাঝেই হাসপাতালে ভর্তি হতে হয়। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার একটি ছবি। যেখানে স্ত্রী সায়রাবানু ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি সোফায় রয়েছেন বয়স্ক এক ব্যক্তি। যার হাতে রয়েছে একটি স্মারক। ওই ব্যক্তিকে বোঝার উপায় নেই যে তিনি দিলীপ কুমার। তবুও তাকে দিলীপ কুমার হিসেবে ছবিটি ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এ ছবি ভাইরাল হতেই টুইটে ছবি সম্পর্কে পরিষ্কার করে দেন খোদ দিলীপ কুমার। টুইটে তিনি লেখেন, ওই ব্যক্তি আদতে আসলাম খান। দিলীপ কুমারের ভাই। ওই ছবিতে দিলীপ কুমার উপস্থিত নেই। কয়েকটি সংবাদমাধ্যমও সেই ছবিতে উপস্থিত বয়স্ক ব্যক্তিকে দিলীপ কুমার হিসেবে প্রতিবেদন প্রকাশ করা হয়। বলা হয়, ফিল্ম ইন্ডাস্ট্রির ট্র্যাজেডি কিং। বর্তমান বয়স ৯৭ বছর। একদম অপরিচিত দিলীপ কুমার। শুধু তাই নয় সেই ছবিটি আবার কিংবদন্তি অভিনেতাকে ট্যাগও করা হয়।
দাবি করা হয়, ভাইরাল ছবিটিতে দিলীপ কুমার লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড থেকে সম্মানিত হয়েছেন। সেটি তারই একটি ছবি। বলাবাহুল্য, বলিউডের অন্যতম আইকন এমন কোনও পুরস্কার সংগ্রহ করেননি। এমন কোনও সার্টিফিকেটও নেওয়া হয়নি। তবে একটি সাম্মানিক স্মারক দেওয়া হয়েছে আসলাম খানকে। যেখানে উপস্থিত রয়েছেন স্ত্রী সায়রাবানু, বোন সায়েদা খান, ভাই আসলাম খান ও পরিবারের অন্যান্যরা। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক