সাফল্যের পাঁচ দশক পূর্তি পালন করেছে বরিশালের সাংস্কৃতিক সংগঠন ‘খেয়ালী গ্রুপ থিয়েটার’। কেক কেটে নাচ-গান-কৌতুক আর জমজমাট আড্ডার মধ্যদিয়ে পাঁচ দশক পূর্তি পালন করা হয়।
এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে নগরীর রায়রোড খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবুলের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যকর্মী তুহিন কনা মণ্ডল ও আবৃত্তি শিক্ষক ফারজানা প্রিয়ার সঞ্চালনায় থিয়েটারের শতাধিক নাট্যকর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থিয়েটারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুম মুনিম টিটু, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, নাট্য নির্দেশক অপূর্ব অপু, শারজিত রিদওয়ান অয়ন, সুপন ঘোষ ও নৃত্য শিক্ষক সজল রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক